আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আবুল কালাম।
Published : 29 Mar 2018, 09:48 PM
বিএনপির কমিটিতে থাকা অবস্থায় ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান ।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিনা সুলতানা থেকে ৬১২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল কালাম।
নৌকা প্রতীকে আবুল কালাম পেয়েছেন চার হাজার ৮৭৮ ভোট। আর ঘোড়া প্রতীকে সামিনা সুলতানা পেয়েছেন চার হাজার ২৬৬ ভোট।
সামিনার স্বামী রফিকুল ইসলাম মুরাদ দুই বছর আগে নৌকা প্রতীক নিয়ে এ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়ে এক হাজার ৬০০ ভোটে হারেন আবুল কালাম।
গত ১৩ জানুয়ারি মুরাদ মারা যাওয়ায় পদটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন।
নিজ দলের প্রার্থীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালামকে দেওয়া হয় নৌকা প্রতীক। পরে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।