বঙ্গবন্ধুর নামে ভোলা–বরিশাল সেতু করার আহ্বান

প্রধানমন্ত্রীর ঘোষিত বরিশাল-ভোলা সেতুর নাম বঙ্গবন্ধুর নামে করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র আশিকুর রহমান শান্ত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 03:59 PM
Updated : 18 March 2018, 03:59 PM

রোববার ভোলা শহরের উকিলপাড়ায় দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান।

শান্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ইতিমধ্যে দেশটি জাতিসংঘের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি বরিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল-ভোলা সেতু নির্মাণের ঘোষণা করেন।

এর সূত্র ধরে শান্ত বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে ভোলার মানুষের ভাগ্য বদলে যাবে। ভোলা থেকে ঢাকা যাতায়াতের ব্যবস্থা আরও উন্নত হবে এবং এখানের সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হবে।

“অর্থনীতিতে এ ভোলা হবে দেশের সবচেয়ে উন্নত জেলা। তাই ভোলা-বরিশাল সেতুর নামটি যেন বঙ্গবন্ধুর নামে হয়।”

আওয়ামী লীগ নেতা বাহারউল্লাহ বাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. গিয়াসউদ্দিন, মো. মনিরুল ইসলাম, মিজানুর রহমান, আমজাদ তালুকদার, রাসেল খান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ঢালীসহ দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আশিকুর রহমান শান্তর মা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ভাগনি এবং শেখ ফজলুল করিম সেলিমের সহোদর বোন।