ঢাকা-বগুড়া ‘কোচ চলাচল বন্ধ’

‘ঢাকায় শাহ্ ফতেহ আলী পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে’ বলে অভিযোগ তুলে ঢাকার সঙ্গে সরাসরি কোচ চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 05:28 PM
Updated : 27 Feb 2018, 05:28 PM

ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, ঢাকায় শাহ্ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলে দিয়ে সমস্যার সমাধান না করা পর্যন্ত ঢাকা-বগুড়া রুটে সরাসরি যেসব কোচ চলাচল করে তাদের আর চলতে দেওয়া হবে না।

বগুড়া ছাড়া উত্তরবঙ্গের অন্য সব জেলা এই ঘোষণার বাইরে। তবে রংপুর-দিনাজপুরসহ উত্তরবঙ্গের প্রায় সব কোচ বগুড়ার ওপর দিয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করে।

শ্রমিকনেতা লতিফ বলেন, “বগুড়ার ওপর দিয়ে তাদের আর চলতে দেওয়া হবে না। বগুড়ার ওপর দিয়ে ঢাকার সঙ্গে সব ধরনের কোচ চলাচল বন্ধ রাখা হবে।”

সোমবার রাতে এই ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার অনেক কোচ চলতে দেখা গেছে।

“মঙ্গলবার রাতের সভায় সিদ্ধান্ত হয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বুধবার থেকে তাদের আর চলতে দেওয়া হবে না,” লতিফ বলেন।

আন্তঃজেলা বাস সার্ভিস ও লোকাল বাস চলতে পারবে বলে তিনি জানান।

তবে কে বা কারা শাহ্ ফতেহ্ আলী পরিবহনের কোচ ঢাকা থেকে চলাচলে বাধা দিচ্ছে সে বিষয়ে তিনি কিছু খোলাসা করেননি।