Published : 26 Feb 2018, 10:44 AM
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান।
আহতদের মধ্যে কসবা উপজেলার গোনীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ভূগোলের প্রভাষক মোকাদ্দেস মিয়া, রাষ্ট্র বিজ্ঞানের বিভাগের প্রভাষক রাসেল মিয়া, হিসাব বিজ্ঞানের প্রভাষক প্রদীপ সাহা ও হিসাব বিজ্ঞান বিভাগ (স্নাতক) প্রথম বর্ষের ছাত্রী তামান্না আক্তারকে জেলা সদর হাসপাতালে এবং আহত অন্য শিক্ষার্থীদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মোশাররফ বলেন. সকালে শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কয়েকটি বাসে মৌলভীবাজারের লাউয়ারছড়ায় পিকনিকে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ২০ শিক্ষার্থী আহত হন।
দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায় বলে জানান তিনি।