খুলনায় বিএনপির ২৮ জনের বিরুদ্ধে মামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের দিন পুলিশের কাজে বাধাদানের অভিযোগে খুলনায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 06:49 AM
Updated : 9 Feb 2018, 06:49 AM

শুক্রবার খুলনা সদর থানার পরির্দশক (তদন্ত) সুজিত মিস্ত্রি এ মামলা দায়ের করেন বলে জানান ওসি এম এম মিজানুর রহমান।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান দীপু।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়। এছাড়া তার ছেলে তারেক রহমানসহ আরও পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড হয়।

একইসঙ্গে তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

শুক্রবার পুলিশের করা মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলার রায় ঘোষণার আগে ও পরে নগরীর কেডি ঘোষ রোড়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া এবং ইট নিক্ষেপ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারের আসামিদের মধ্যে ১১ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি এম এম মিজানুর।