Published : 08 Feb 2018, 08:32 PM
আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার জানান, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মুবারক করিমকে বৃহস্পতিবার দুপুরে আটক করা হয়।
এই মন্তব্য ভাষায় প্রকাশযোগ্য নয় বলে পুলিশ জানিয়েছে।
ওসি মোশারফ বলেন, ফায়রুজ ইশরুক মিরাজ নামের আইডি থেকে খালেদা জিয়াকে কটাক্ষ করে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে। ওই স্ট্যাটাসে আব্দুল করিমের ‘কমেন্ট’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ বা অবমাননার শামিল। ঘটনা জানার পর স্থানীয়রা তাকে হাসপাতালের ভেতরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান ওসি মোশারফ হোসেন।