জামালপুরের ৬ ঘণ্টা পর ট্রেন চালু

জামালপুরে ট্রেনের ধাক্কায় নসিমন চালকের মৃত্যুর ঘটনায় ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 05:30 PM
Updated : 5 Feb 2018, 05:30 PM

সরিষাবাড়ি উপজেলার বাউসি ফুলবাড়িয়া এলাকায় লেভেল ক্রসিংয়ে সোমবার দুপুরে নসিমন আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ি রেলস্টেশনের মাস্টার ফজলুল হক বলেন, ময়মনসিংহের কেওয়াটখালী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করলে রাত ৮টা ৩৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে বেলা আড়াইটায় জামালপুর-সরিষাবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

একই রেলস্টেশনের অপর মাস্টার ফজলুল হক আব্দুর রাজ্জাক বলেছিলেন, দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনা সেতু পূর্ব স্টেশনগামী ধলেশ্বরী ট্রেন ফুলবাড়িয়া রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় লাইনে আটকে যাওয়া নসিমনে ধাক্কা দিলে তার চালক মারা যান।