বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে লাঠিপেটা, গ্রেপ্তার ১

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা, তার স্ত্রী ও মেয়ে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 10:29 AM
Updated : 14 Dec 2017, 10:29 AM

বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে ওসি জানান। 

আহত মুক্তিযোদ্ধা হাসেম সিকদারকে করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী জোহরা বেগম ও মেয়ে খাদিজাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

হাসেম সিকদার সাংবাদিকদের বলেন, তার ভায়রা আজিজুর রহমানের সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে সেই বিরোধ মীমাংসা করতে পুলিশ আসে। তার ভায়রা বাড়ি না থাকায় তিনি সেখানে (ভায়রার বাড়ি) যাচ্ছিলেন।

“পথিমধ্যে ভায়রার প্রতিপক্ষ লুৎফর রহমান লাঠিসোটা নিয়ে অতর্কিত আমার উপর হামলা চালায়। এটি দেখে আমার স্ত্রী ও মেয়ে বাধা দিলে লুৎফর তাদেরও মারধর করে।”

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ইমরান মোহম্মদ বলেন, হাসপাতালে ভর্তি হাসেম সিকদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চি‎হ্ন রয়েছে।

লাঠির আঘাতে তার স্ত্রী ও মেয়ে সামান্য আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ওসি মাহাতাব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা হাসেম সিকদারের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে।

লুৎফর রহমান কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।