লালমনিরহাটের সাবেক এমপি জয়নাল আবেদীনের মৃত্যু

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন সরকার মারা গেছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 09:42 AM
Updated : 13 Dec 2017, 09:42 AM

পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোর ৫টায় ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারবারের নির্বাচিত এই সংসদ সদস্য।

তিনি বেশকিছু দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা এস এস মডেল হাই স্কুল মাঠে নামাজে জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হাতীবান্ধা এস এস মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান বলেন, তার ছেলে-মেয়ে যুক্তরাষ্ট্রে থাকায় বৃহস্পতিবার দুপুরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এলাকাবাসী জানান, ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা চারবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ২০১০ সালে তিনি বিএনপিতে যোগ দেন।

তার স্ত্রী ছাড়াও দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন।

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালেহ উদ্দিন আহমেদ হেলাল, বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজিব প্রধানসহ দলের নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।