বাগেরহাটে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিক নিহত

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতের খুঁটিবাহী অটোরিকশা (আলমসাধু) উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 11:49 AM
Updated : 21 Nov 2017, 11:49 AM

মঙ্গলবার উপজেলা সদরের ব্র্র্যাক অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মণ্ডল জানান।

নিহত হালিম খাঁ (৫৩) শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামের মতি খাঁর ছেলে।

আহত রুবেল শেখকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিশ্বজিৎ মজুমদারকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক ঠাকুর দাস বলেন, শরণখোলা উপজেলা সদরের থেকে আলমসাধুতে করে একটি বিদ্যুতের খুঁটি নিয়ে নলবুনিয়ায় যাচ্ছিল তিন শ্রমিক।

“পথে অমলসাধুটি উল্টে গেলে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়েন তিন শ্রমিক । স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন।”

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবাকর কুমার বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথায় আঘাতের কারণে হালিম মৃত্যু হয়েছে। অন্যরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।