রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 10:22 AM
Updated : 5 Nov 2017, 10:24 AM

রোববার দুপুরে আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ২৩ অক্টোবর দুটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর অনুষদের ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২৬৭ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ডিনস কমপ্লেক্সে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

নির্বাচিত শিক্ষার্থীকে অনলাইনে ৭ থেকে ১২ নভেম্বর রাত ১২টার মধ্যে বিষয় নির্ধারণ ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধা ও অপেক্ষমান তালিকা অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।