ময়নাতদন্ত ছাড়াই দ্বিখণ্ডিত লাশ দাফন, ১৬ দিন পর উত্তোলন

লক্ষ্মীপুরের রামগতিতে এক স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের ১৬ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2017, 01:38 PM
Updated : 6 June 2017, 01:38 PM

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিবি কুলছুম (১০) নামের ওই ছাত্রীর লাশ তোলা হয়।

কুলছুম স্থানীয় আব্দুল কাদেরের মেয়ে ও গোলাম রহমানিয়া বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার শাহনেওয়াজ খন্দকার জানান, গত ১৪ মে পাশের বাড়িতে খেলতে গিয়ে উপজেলার চর আলগী ইউনিয়নের চর হাসান-হোসেন গ্রামের বিবি কুলছুম নিখোঁজ হয়। পরে ২০ মে তার দ্বিখণ্ডিত অর্ধগলিত লাশ একই গ্রামের একটি বাগানে পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, গত ২৪ মে নিহত ছাত্রীর মা বিবি জবেদা তার মেয়েকে অপহরণ ও নির্যাতন করে হত্যার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগ দেওয়ার পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।