টাঙ্গাইলের মধুপুরে গুলিতে নিহত দুই যুবক জেএমবির সদস্য বলে পুলিশের দাবি।
Published : 22 Aug 2016, 07:18 PM
সোমবার জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ এ কথা জানিয়েছেন।
রোববার ভোরে মধুপুরের একটি চেকপোস্টে পুলিশের উপর ‘হামলার চেষ্টার সময়’ গুলিতে মোটর সাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় দুই যুবক আহত হন।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি অশোক বলেন, “মধুপুরে নিহত দুই যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য। তাদের স্ত্রীরাও জেএমবির সক্রিয় সদস্য।”
নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাগদপুর বুদমাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল (৩৫) ও ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আন্ডারিয়াপাড়া গ্রামের প্রয়াত মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ওরফে সুজন ওরফে বিজয় (২৬) ।
মোকছেদুল স্ত্রী রোজিনা বেগমসহ জেএমবির তিন নারী সদস্যকে গত ৪ জুলাই কালিহাতীতে ও মাহফুজুরের স্ত্রী রোমানা আক্তার ওরফে রুমাকে সম্প্রতি ময়মনসিংহে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি অশোক আরও জানান, নিহত দুই যুবকে রোববার রাতে অজ্ঞাত হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফনের পর গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ হোসেন মধুপুর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছেন।