টাঙ্গাইলে পুলিশের গুলিতে সন্দেহভাজন ২ জঙ্গি নিহত

টাঙ্গাইলের মধুপুরে একটি চেকপোস্টে ‘হামলার চেষ্টার সময়’ গুলিতে অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন, যারা জঙ্গি বলে পুলিশের ধারণা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 02:54 AM
Updated : 21 August 2016, 05:28 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে মধুপুর উপজেলার টেলকি এলাকায় ওই ঘটনা ঘটে।

তিনি বলেন, টেলকিতে একটি খ্রিস্টান গির্জায় জঙ্গি হামলা হতে পারে এমন খবরে রাতে ওই এলাকায় চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ভোরের দিকে মোটর সাইকেলে আসা দুই যুবককে থামার সংকেত দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

“এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবক পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও সদস্যরা গুলি চালালে দুজনই আহত হয়।”

পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই যুবকের কাছ থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি, বেশ কিছু জিহাদি বই ও বোমা বানানোর প্রক্রিয়া লেখা খাতা উদ্ধার করার কথাও বলেছে পুলিশ।

ওসি অশোক কুমার সিংহ বলেন, “ধারণা করা হচ্ছে, নিহতরা কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য। তদন্ত চলছে; পরে বিস্তারিত বলা যাবে।”