মাদারীপুরে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় দুদলের সংঘর্ষে পুলিশের এক এসআইসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ওই সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

মাদারীপুর  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 10:26 AM
Updated : 29 May 2016, 10:26 AM

রোববার মাদবরচর এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দিদার শিকদার ২৬), ইউসুফ সরদার (৪০), ইউপি সদস্য মো. খোকন মাদবর (৩২), মনির সরদার (৩৫), মো. রাজন খান (৫৫), মো. খোকন শেখ (৪৫), মো. ফারুক সরদার (৩৫) এবং শিবচর থানার এসআই আবু তালেব।

এদের মধ্যে খোকন মাদবরকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পায়ে গুলিবিদ্ধ এসআই আবু তালেবকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং বাকিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, মাদবর চরের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মঞ্জু ও যুবলীগ নেতা সেলিম মাদবরের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ রয়েছে।

“এর জেরে দুপরে দেশি অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় একটি দোকানে ভাংচুরও চালানো হয়।”

ওসি বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে একটি পক্ষের গুলিতে এসআই আবু তালেব  আহত হয়েছেন। তার ডান পায়ে গুলি লাগে।

এলাকায় অতিরিক্ত পুশিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।