কুমিল্লার লাকসামে মো. হোসেন (১০) মৃত্যুর আগে নারকেল গাছ থেকে পড়ে জ্ঞান হারালে তাকে ডোবায় ফেলে দেয় তার বন্ধু।
Published : 01 Mar 2016, 11:31 PM
মঙ্গলবার হোসেনের এক বন্ধু (১২) এ কথা স্বীকার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
নিহত হোসেন চুনাতি গ্রামের অটোরিকশাচালক মোস্তফা কামালের ছেলে এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হোসেন গত শনিবার বিকেল ৩টায় বাড়ি থেকে একটি মোবাইল ফোন নিয়ে বের হওয়ার পর রোববার গ্রামের ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকেলে হোসেন ও তার ওই বন্ধুকে একসঙ্গে দেখা গেছে, এই তথ্য জানার পর সোমবার পুলিশ বন্ধুকে আটক করে।
“ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই বন্ধু মঙ্গলবার পুলিশকে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দুই বন্ধু ডাব চুরি করার জন্য গ্রামের একটি গাছে উঠলে হোসেন নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়।”
ওই বন্ধু পরে গাছ থেকে নেমে তার পকেট থেকে মোবাইল ফোনটি নিয়ে অজ্ঞান অবস্থায় ডোবায় ফেলে পালিয়ে যায় বলে পুলিশকে জানায়।
স্বীকারোক্তি মোতাবেক বন্ধুর কর্মস্থল লাকসাম জংশন এলাকার শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।