কুমিল্লার লাকসাম উপজেলায় একদিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 28 Feb 2016, 11:28 PM
রোববার সন্ধ্যায় ছোট চাঁদপুর গ্রামের একটি ডোবা থেকে মোহাম্মদ হোসেনের (১০) লাশ উদ্ধার করা হয় বলে জানান লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন।
হোসেন ছিল ওই গ্রামের অটোরিকশাচালক মোস্তফা কামালের ছেলে এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোসেন গত শনিবার বিকেল ৩টায় বাড়ি থেকে একটি মোবাইল ফোন নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল।
“রোববার সন্ধ্যায় গ্রামের ডোবা থেকে লাশ উদ্ধারের সময় তার মুখের ভিতরে রক্ত পাওয়া গেলেও শরীরের কোথাও আঘাতে চিহ্ন দেখা যায়নি।”
ওই গ্রামের হুমায়ুন কবির মানিকসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ডোবার কাছে রক্তাক্ত টিস্যু, সিগারেট ও দেশলাইসহ মাদকের আলামত পাওয়া গেছে।
সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানান।