স্থানীয়রা জানান, দ্রুতগামী ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক সাইফুল নিহত হন।
Published : 27 Aug 2024, 05:22 PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন বলে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
নিহত ৪৪ বছর বয়সী সাইফুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজিরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন- লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল নিহত হন।
ওসি বলেন, গুরুতর অবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অব্নতি হলে চিকিৎসকের পরামর্শে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।