“প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহরে পাঠানো হয়েছে।”
Published : 27 Apr 2025, 03:46 PM
বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে চিম্বুক পাহাড় এলাকায় এক নারী ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিম্বুকের বাগান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাতে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো জানান।
আহত ইস্টার বমইস্টার বম (৩২) টংকাবতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা তন্ময় বমের স্ত্রী।
স্থানীয়রা বলেন, ইস্টার বম ও তার স্বামী প্রাণ জুয়াল বম সকালে লাইরুনপি পাড়া থেকে এম্পু পাড়ায় অসুস্থ ছোট বোনকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চিম্বুক-বান্দরবান প্রধান সড়কের ১১ মাইল বাগান পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক ভাল্লুক তাদের আক্রমণ করে।
ভাল্লুকের হামলায় ইস্টার বমের কোমর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হৈচৈ শুরু করলে ভাল্লুকটি জঙ্গলে পালিয়ে যায়।
চিম্বুক পাহাড়ের বাসিন্দা য়ংরাও ম্রো বলেন, “মোটরসাইকেলে করে যাওয়ার পথে এক বম নারী ভালুকের আক্রমণে আহত হয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহরে পাঠানো হয়েছে।”
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো বলেন, “ইস্টার বম শহরে একটা বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শুনলাম। আঘাত আপাতত গুরুতর হয়নি। আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।”