এক দিন আগে শিশুটি নিখোঁজ হয় বলে জানায় লালমনিরহাট পুলিশ।
Published : 30 Mar 2024, 10:19 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে নিখোঁজের পরদিন তামাক ক্ষেত থেকে ছয় বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতু বাজার এলাকা থেকে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী জানান।
নিহত রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার আগে থেকে রোমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার বিকালে তামাক ক্ষেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে শরীরের অর্ধেক পুঁতে রাখা মরদেহ দেখতে পায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
ওসি মাহমুদ-উন-নবী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।