নরসিংদীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে কর্মশালায় তিনি একথা বলেন।
Published : 19 Dec 2024, 07:10 PM
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী সরকার পালিয়েছে। তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়ালি যৌথভাবে নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০টা থেকে নরসিংদীর মাধবদীর হ্যারিটেজ রিসোর্টে এ কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে।”
জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় এক হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধূরী এ্যানি, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী।