একই ইউপির এক সদস্যের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
Published : 26 Mar 2025, 04:30 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফের চাল চুরির মামলায় এক ইউপি সচিবকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান উল্লাপাড়া মডেল থানা ওসি রাকিবুল হাসান।
এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনকে ৮০০ কেজি চালসহ আটক করে পুলিশ দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ঈদ উপলক্ষে স্লিপের মাধ্যমে ২ হাজার ৪৮৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করার কথা ছিল।
২২৩ জন বাকি থাকতেই ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়, চাল ফুরিয়ে গেছে। এ নিয়ে স্লিপধারী হতদরিদ্র মানুষের সঙ্গে ইউপি সচিব হেলাল উদ্দিনের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ইউপির প্রশাসক সাইফুল ইসলাম তল্লাশি চালিয়ে পরিষদের দুটি কক্ষ থেকে বস্তা ভরতি ৮০০ কেজি চাল উদ্ধার করেন। পরে সেই চালসহ তাকে পুলিশে সোর্পদ করা হয়।
ওসি রাকিবুল হাসান বলেন, “চাল চুরির ঘটনায় ওই ইউপির সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তারের পর ইউপি সচিব হেলাল উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”