নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

রূপগঞ্জের ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2023, 08:37 AM
Updated : 5 May 2023, 08:37 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লোহা গলানোর কারখানায় চুল্লি বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে একে একে চারজনের মৃত্যু হল।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় মারা যান আলমগীর (৩৩)।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, আলমগীরের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

রূপগঞ্জের ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন ঢাকার এ হাসপাতালে চিকিৎসাধীন।

তারা হলেন: জুয়েল (২৫), রাব্বি (৩৫) ও ইব্রাহিম (৩৫) ৷ তারা সবাই ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের শ্রমিক৷

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ওই কারখানায় লোহা গলানোর চুল্লিতে পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়৷

Also Read: নারায়ণগঞ্জে লোহা গলানোর কারখানায় চুল্লিতে বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু

বিস্ফোরণের পর গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে সাত শ্রমিক গুরুতর দগ্ধ হন৷ হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে শংকর নামের ৪০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত যারা চিকিৎসাধীন, তাদের মধ্যে ইব্রাহীমের শরীরের ২৮ শতাংশ, মো. জুয়েলের শরীরের ৯৭ শতাংশ, গোলাম রাব্বির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে।