ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, হামলার অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি ওই কাউন্সিলর ৫ অগাস্টের পর থেকে পলাতক।
Published : 07 Feb 2025, 12:02 AM
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, “কিছু সময় আগে কল পেয়ে আমাদের দুটি ইউনিট পীর মহল্লায় গিয়েছে সাবেক ওই কাউন্সিলরের বাসার আগুন নেভাতে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।”
ওই মহল্লার বাসিন্দারা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে একদল লোক মোটরসাইকেলে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়; যাওয়ার সময় তারা বাসায় আগুন লাগিয়ে দিয়ে যান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, “স্থানীয়রা জানিয়েছে, প্রথমে একদল লোক মোটরসাইকেল নিয়ে আসেন। পরে আরও লোক জড়ো হয়ে আগুন দিয়ে চলে যায়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা আগুন দিয়েছে, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
গেল বছরের গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, হামলার অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব হোসেন ৫ অগাস্টের পর থেকে পলাতক রয়েছেন।