গেল ২০২০ সালে ছয় মাসের জন্য বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছিল, যা একই বছরে মেয়াদোত্তীর্ণ হয়।
Published : 24 Jan 2025, 09:57 PM
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সেখানকার বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে উপজেলার বাঁশমহল এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ২০২০ সালের বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল; যার মেয়ার একই বছরে শেষ হয়। এরপর পাঁচ বছর পার হলেও নতুন কোনো স্থায়ী কমিটি করা হয়নি।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা ‘অবৈধ কমিটি, মানি না, মানব না, ‘ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না’- স্লোগান দেন।
বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার বলেন, “আমরা আওয়ামী লীগের শাসন আমলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। দলে সক্রিয় ছিলাম।
“এখন মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা একটি বাড়িতে বসে ‘পকেট কমিটি দিচ্ছে। যাদের গেল ১৭ বছরের বিগত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না।”
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল বর্তমান কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও যুগ্ম আহ্বায়ক মনিরের বিরুদ্ধে ‘টাকার বিনিময়ে’ পকেট কমিটি করার অভিযোগ করেছেন।
তিনি বলেন, “তারা আওয়ামী দোসরদের বাজিতপুরে পুনর্বাসনের জন্য এসব কমিটি করছে। অবিলম্বে কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ সমাবেশে বাজিতপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মীর জলিল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী মঞ্জুরুল হক খোকন বক্তব্য রাখেন।
এ সময় বাজিতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কিশোরগঞ্জে ৭৩১ কোটি টাকার বাইপাস প্রকল্প বন্ধ, হাওরবাসীর দুর্ভোগ