Published : 05 Oct 2024, 12:46 AM
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ লড়াই করছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, “আমরা পরিষ্কার করে বলছি, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ লড়াই করছে।”
শুক্রবার বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণধিকার পরিষদের এই লড়াই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সাবেক এ ছাত্রনেতা।
তিনি আরও বলেন, “আগামীতেও শ্রমিকদের যেকোনো ন্যায় সঙ্গত দাবি আদায়ে শ্রমিক অধিকার ও গণঅধিকার পরিষদের আমরা অগ্রভাগে থাকবো। শ্রমিক ভাই-বোনদের আমরা এই কথাটুকু বলতে পারি।”
মেধার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, “পরিকল্পিতভাবে রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে। মেধাবী শিশুর জন্ম হলেই আগামীতে সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে।”
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “প্রায় অর্ধকোটি মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্টস সেক্টর। স্বৈরাচার ও তার দোসরা এই রপ্তানিমুখি খাতকে ধ্বংস করার পাঁয়তারা করছে।”
নুর বলেন, “আপনাদের ভুলে গেলে চলবে না, দুই মাস হয়েছে ছাত্র-জনতা গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে। এখন ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য গার্মেন্টসসহ সব সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে।”
শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজহার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।