শনিবার গভীর রাতে বঙ্গোপসাগরে জেলের জালে মাছগুলো ধরা পড়ে।
Published : 22 Sep 2024, 09:56 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার এক জেলের জালে ১১০টি ইলিশ মাছ ধরা পড়েছে; যা পরে বাজারে প্রায় সোয়া লাখ টাকায় বিক্রি হয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার জেলে হাফেজ ইয়াকুবের জালে ইশিশগুলো ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন ৮০০ গ্রাম থেকে ১২০০ গ্রামের মত।
রোববার সকালে জেলেরা দক্ষিণ লম্বরী নৌকা ঘাটে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন। মাছ দেখতে অনেকেই ঘাটে ভিড় করেন।
নৌকার মাঝি আমির আহমদ বলেন, শনিবার দুপুরে পাঁচজন সাগরে মাছ ধরতে যান। মধ্য রাতে জাল ফেললে তাতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে।
“এতগুলো ইলিশ পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। মাছ শিকার করতে পারলে আমাদের সংসার সুন্দরভাবে চলে। তাই আমরা অনেক খুশি হয়েছি।”
মাছ ব্যবসায়ী আবুল কাশেম ওরফে ভুলু বলেন, “মাছগুলো দেড় লাখ টাকা দাম চাওয়া হয়েছিল। আমি ১১০টি ইলিশ ১ লাখ ২১ হাজার টাকায় কিনেছি। স্থানীয় বাজারে মাছগুলোর চাহিদা না থাকায় টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে।”
নৌকার মালিক হাফেজ ইয়াকুব বলেন, “রাতেই মাছ ধরার খবর পাই। সকালে ঘাটে গিয়ে দেখি অনেক বড় বড় ইলিশ। অনেক খুশি হয়েছি।”
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “মূলত অক্টোবর মাসে ইলিশ ডিম দেয় সাগরে। সরকার প্রতি বছর অক্টোবর মাসে ২২ দিন ও অন্য সময়ে ৬৫ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয়। এ কারণে জেলেরা সুফল পাচ্ছেন।”