পুলিশ জানায়, প্রতিবেশী কৃষক বেলায়েতের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে হবি শেখ মারা যান।
Published : 04 Mar 2024, 01:32 PM
পিরোজপুরের সদর উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী জানান।
নিহত কৃষক হবি শেখ (৫২) ওই গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাতে পরিদর্শক জুলফিকার বলেন, ভোরে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য হবি শেখ বাড়ি থেকে বের হন। অনেক সময় হলেও ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খুঁজতে যান।
তিনি বলেন, সেখানে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে হবি শেখ মরে পরে রয়েছেন।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। অবৈধ্ভাবে এ বৈদ্যুতিক ফাঁদ দেওয়ায় হাবি শেখের মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।