যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
Published : 21 Jan 2025, 08:42 PM
আগামী নির্বাচনে বিএনপি যদি দুই-তৃতীয়াংশ আসনে জয় পায়, তাহলেও জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না। জাতীয় সরকার গঠন করা হবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তারা আবার ছুড়ে ফেলে দেবে।
“শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা ধারণ করতে না পারি, আমাদের কোনো ভবিষ্যৎ হবে না। রাজনীতিকদের ও রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ থাকবে না।”
মঙ্গলবার যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি হোটেলের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামীর বাংলাদেশ পুরনো বাংলাদেশের মত চলবে না মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “নতুন বাংলাদেশ বললে হবে না। রূপান্তরমূলক পরিবর্তন যদি না হয়, এই যে গর্তের মধ্যে আমরা পড়েছি, এখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ নেই।”
সম্প্রতি শতাধিক পণ্যে কর আরোপের সমালোচনা করে আমীর খসরু বলেন, “এমনিতেই বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মানুষ দুই বেলা খেতে পারছে না। তার মধ্যে এখন ১৫ শতাংশ করে ১০৯টা পণ্যে কর বাড়িয়েছে। যাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে গেছে মূল্যষ্ফীতির কারণে; তার মধ্যে এই কর-ভ্যাট বাংলাদেশের কত মানুষকে আগামী দিনে দারিদ্র্যসীমার নীচে নিয়ে যাবে এটা চিন্তা করতে পারবেন না।”
তিনি বাড়তি ভ্যাট প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যশোরের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সালিমুল হক কামাল, মাহমুদ হাসান ও শামসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সম্পাদক তানভীরুল ইসলাম। এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।