দেশে এ ধরনের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে [আইএমটি] একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
Published : 29 May 2023, 06:48 PM
দুই দফা দাবিতে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি–আইএমটির শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও মানববন্ধন করেছেন।
সোমবার সকালে আইএমটির একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।
তাদের দুই দফা দাবি মেনে না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁমকি দিয়েছেন শিক্ষার্থীরা।
দেশে এ ধরনের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে [আইএমটি] একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে ২০১০ সাল থেকে আইএমটির পাশ করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনাশর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান এবং মার্চেন্ট শিপে ১২ মাস সি সার্ভিস সম্পন্ন করার পর সিওসি ক্লাস থ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিত ঘরামীসহ অন্য শিক্ষার্থীরা বলেন, বাগেরহাটসহ সারাদেশে ছয়টি আইএমটি রয়েছে। প্রতি বছর এখান থেকে তিনশর বেশি শিক্ষার্থী পাশ করে বের হন। এখান থেকে পাশ করে বের হওয়ার পর তাদের লক্ষ্য থাকে জাহাজে চাকরি করা।
অমিত জানান, ১৯৮৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সরাসরি সিডিসি দেওয়া হতো। এরপর নৌপরিবহন মন্ত্রণালয় সিডিসি দেওয়া (সনদ) বন্ধ করে দেয়। ২০০৯ সাল থেকে আড়াই হাজারের অধিক পাশ করা শিক্ষার্থী এখনো কোন জাহাজে উঠতে পারেননি।
“বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় একটি সিডিসি (সনদ) প্রদান করছে; তা দিয়ে জাহাজে ধোয়া-মোছার চাকরি করা যাবে; এতে আইএমটির চার বছরের কোর্স করা ডিপ্লোমা শিক্ষার্থীদের অসম্মান করা হচ্ছে।”
ইঞ্জিনিয়ারিং সিডিসি (সনদ) চালু না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।