র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন ‘১৫ দিনের মধ্যে’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজপাড়া থানা, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল, সদর থানাসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তদন্ত দলের সদস্যরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 11:34 AM
Updated : 31 May 2023, 11:34 AM

নওগাঁ সদরের চন্ডিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী সুলতানা জেসমিনের র‌্যাব হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্ত শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্তদল।

তিনদিনের তদন্তের শেষ দিন বুধবার বেলা ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজপাড়া থানা, নওগাঁ সদর জেনারেল হাসপাতাল, সদর থানাসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তদন্ত দলের সদস্যরা।

গত তিনদিন সুলতানা জেসমিনের ছেলে, ভাই ও মামা, বাড়িওয়ালা, র‌্যাব সদস্য, অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ, প্রত্যক্ষদর্শীসহ ২০-২৫ জনের সঙ্গে কথা বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্তদল। পরিদর্শন করা হয়েছে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় স্থানগুলোও।

কমিটির নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান। দুপুরে নওগাঁ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের চেষ্টা করব। সুলতানা জেসমিনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ২০-২৫ জনের সঙ্গে কথা বলেছি। তদন্তের খসড়া তথ্য-উপাত্ত নিয়ে কমিটির সদস্যরা আবার বসব। কোনো ঘাটতি পাওয়া গেলে আবারও তদন্ত করে দেখা হবে।”

২২ মার্চ সকালে অফিসে যাওয়ার পথে জেসমিনকে আটক করে র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে নিয়েই র‌্যাব এ অভিযান চালায়।  

এনামুল হকের অভিযোগ, জেসমিন ও আল আমিন নামের এক ব্যক্তি তার (এনামুল) ফেইসবুক আইডি হ্যাক করে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন বিভিন্নজনকে। এভাবে তারা প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

আটকের পরের দিন ২৩ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা যান।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে হাই কোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ মে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মাহমুদুল হোসাইন খানকে প্রধান করে এতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, মুখ্য বিচারিত হাকিম, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নওগাঁর পুলিশ সুপারের মনোনীত অতিরিক্ত পুলিশ সুপার। 

আরও পড়ুন:

Also Read: নওগাঁয় র‌্যাব হেফাজতে মৃত্যু: ‘যুগ্ম সচিবের উপস্থিতিতে’ আটক হয়েছিলেন জেসমিন

Also Read: র‌্যাবের আটকের পর ৪ ঘণ্টা জেসমিন কোথায় ছিলেন, প্রশ্ন স্বজনের

Also Read: নওগাঁয় র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ

Also Read: নওগাঁয় র‌্যাব হেফাজতে মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট

Also Read: নওগাঁর সুলতানা জেসমিনের ছেলে ও ভগ্নিপতির বক্তব্য শুনল র‌্যাব

Also Read: জেসমিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে, ময়নাতদন্ত প্রতিবেদনে তথ্য

Also Read: র‌্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর পর ‘ভেঙে পড়েছেন’ ছেলে

Also Read: নওগাঁয় র‌্যাব হেফাজতে মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি