র্যাবের ভাষ্য, আসামি অপু সম্প্রতি জনির দোকান থেকে দুটি মোবাইল ফোন কেনেন বাকিতে; ওই টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ছুরিকাঘাতে এক মোবাইল ফোন বিক্রেতা নিহত হয়েছেন।
রোববার দুপুরে হরিণাকুণ্ডু পৌরসভার কসাই মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হামিদুল ইসলাম জনি (২৫) হরিণাকুণ্ডুর আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সির ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, জনির দোকান ‘মুন্সি মোবাইল হাউসে’ ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর দোকান বন্ধ করে পালিয়ে যায়। বিকাল ৩টার দিকে তার বাবা দোকান খুলে ছেলের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন।