“গোডাউন ও আশপাশের লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।”
Published : 25 Feb 2024, 05:50 PM
গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন ৫০ মিনিট পর নিয়ন্ত্রণে এসেছে।
রোববার বেলা ৩টার দিকে টঙ্গী মিল গেইট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান।
তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আরেফিন বলেন, “একটি তুলার গোডাউনে হঠাৎ আগুন লাগে। এ সময় গোডাউন ও আশপাশের লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।”
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে যায় বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর বেলা ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি গোডাউনসহ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।”