আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 12 Mar 2025, 01:10 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার বারইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান।
স্থানীয়দের বরাতে মাসুম খান বলেন, ওই গ্রামের মন্টু মোল্লা আরেক বাসিন্দা লিখন হোসেনের কাছে এক হাজার টাকা পাওনা ছিলেন। মঙ্গলবার রাতে এ টাকা ফেরত চাওয়া নিয়ে দুজনের বাক-বিতণ্ডা হয়।
“এরই জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে স্বপন বিশ্বাস নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।