হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।
Published : 08 Feb 2025, 02:17 PM
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন জেলা নাগরিক কমিটি।
এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকেরও অপসারণ দাবি করেন নেতাকর্মীরা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতা সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, গাজীপুর মহানগরের গাছা থানা শাখার সদস্য মাস্টার আনিসুর রহমান, কালিয়াকৈর শাখার সদস্য সুমন বারী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ বক্তব্য দেন।
সমাবেশে আলী নাসের খান বলেন, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুতবিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
হামলার সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন বলে অভিযোগ জাতীয় নাগরিক কমিটির এই নেতার।
গাজীপুরে হামলা: হাসপাতালে আহতদের খবর নিলেন সারজিস ও হাসনাত
এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের পাশাপাশি গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি করেন আলী নাসের খান।
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। দুপুরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
শুক্রবার রাত ৯টার দিকে নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
মোজাম্মেলের বাড়িতে হামলা-ভাঙচুর: গাজীপুরে আহত ৭ জন ঢাকা মেডিকেলে
সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত
হামলায় আহতদের সবাইকেই প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।