রাত সাড়ে ১১টায় লাগা এ আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১টার দিকে নিয়ন্ত্রণে আনে।
Published : 01 Apr 2024, 09:36 AM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি টাইলস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ‘মীর সিরামিক্স’ কারখানায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হয়নি বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, “মীর সিরামিক্স কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লেগে দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
“কিন্তু আগুন বাড়তে থাকায় রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।”
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান বেলাল আহমেদ।
আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।