নৌকা মার্কায় ভোট না দিলে পানি-গ্যাস-বিদ্যুৎ কিচ্ছু থাকবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের বিরুদ্ধে।
Published : 25 Dec 2023, 03:20 PM
নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা মার্কায় ভোট না দিলে পানি-গ্যাস-বিদ্যুৎ কিচ্ছু থাকবে না বলে হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নৌকার পক্ষে এক উঠান বৈঠকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম এ হুমকি দেন।
ছাত্রলীগ নেতার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তৃণমূল বিএনপির মহাসচিব ও ওই আসনের প্রার্থী তৈমুর আলম খন্দকার এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলেও জানান।
সোমবার জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের বলেন, “নৌকায় ভোট না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানি থাকবে না, ছাত্রলীগ নেতার এমন বক্তব্য সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রশাসনিকভাবে একটি নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
“এমন সময় এই ধরনের বক্তব্য নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। ছাত্রলীগ নেতার ওই বক্তব্যের জন্য আইনিভাবে জিজ্ঞাসাবাদ করতে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, “এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তিনি যেভাবেই ওই বক্তব্য দিন না কেন, তা জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাছাড়া তার বক্তব্য নির্বাচন আচরণবিধি লঙ্ঘনেরও শামিল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আইনগতভাবে তাকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করতে পারে।”
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বর্তমান সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী।