ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা স্টেশনের মাস্টারের।
Published : 10 Jan 2024, 08:14 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের উপজেলার কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান।
স্থানীয় ব্যবসায়ী মো. শিহাব বলেন, সন্ধ্যার দিকে ওই নারীকে রেলপথ ধরে হাঁটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে।
পরে শ্রীপুর স্টেশনের উত্তর পাশে রেলপথে আনুমানিক ৩৫ বছর বয়সি ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পাশের স্টেশন মাস্টারকে খবর দেয় বলে জানান তিনি।
স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে রেলপথের কাটাপুল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে; তারা মরদেহের পরিচয় শনাক্ত করে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান স্টেশন মাস্টার।