ওসি বলেন, “জিনিসটি আসলে কী ছিল বোমা বিশেষজ্ঞ দল এসে পরীক্ষার পর সেটি জানা যাবে।”
Published : 18 Nov 2023, 11:00 PM
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিতে কুড়িয়ে পাওয়া বোতল সাদৃশ্য বস্তু খুলতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান।
আহতরা হলেন- ওই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম ওরফে সাইদার (৪৫), তার স্ত্রী পারুল বেগম (৩৮), তাদের বড় ছেলে ফারুক মিয়া (২১) ও ছোট ছেলে রিপন মিয়া (১৬)।
স্থানীয়দের বরাত দিয়ে বেলকা ইউপি সদস্য জবেদ আলী বলেন, বন্যার কারণে আব্দুল হাকিম ওরফে সাইদারের তিস্তা নদী সংলগ্ন জমিতে কচুরিপানাসহ বিভিন্ন আর্বজনা জমেছিল। সকালে আব্দুল হালিম দুই ছেলেকে নিয়ে এসব পরিষ্কার করতে যান। এ সময় তিনি কচুরিপানার নীচে পরিত্যক্ত অবস্থায় বোতল সাদৃশ্য একটি বস্তু পান। যার মুখটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
“আব্দুল হাকিম সেটি গুপ্তধন ভেবে বাড়িতে আনেন এবং বিষয়টি গোপন রাখেন। সন্ধ্যায় বাড়ির উঠানে স্ত্রী ও ছেলেদের নিয়ে ওই বস্তুটি খোলার চেষ্টা করেন। এক পর্যায়ে দা দিয়ে ওই বস্তুটিতে আঘাত করলে এটি বিস্ফোরিত হয়।
ইউপি সদস্য বলেন, “বিস্ফোরণে আব্দুল হালিমের একটি পা ও বড় ছেলে ফারুকের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট ছেলে রিপনের চোখ ও স্ত্রী পারুল বেগমের গা ঝলসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাতে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুবর্ণা ইসলাম বলেন, “বিস্ফোরণে দুজনের চোখসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে এবং একজনের হাতের কব্জি ও একজনের পা প্রায় বিছিন্ন হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সুন্দরগঞ্জ থানার ওসি আজমিরুজ্জামান বলেন, “জিনিসটি আসলে কী ছিল বোমা বিশেষজ্ঞ দল এসে পরীক্ষার পর সেটি জানা যাবে।”