বক্তারা বলছেন, পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটক যাতায়াত অব্যাহত রাখতে সুপরিকল্পিতভাবে সংস্কার করতে হবে।
Published : 16 Oct 2024, 07:21 PM
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিত করা হলে পর্যটন শিল্পের সঙ্গে সরাসরি জড়িত তিন লাখের বেশি মানুষের জীবন-জীবিকা ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, তাই পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে পর্যটক যাতায়াত অব্যাহত রাখতে সুপরিকল্পিতভাবে সংস্কার করতে হবে।
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত সীমিত করা ও পর্যটকদের রাতযাপন নিষিদ্ধের আলোচনার মধ্যে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এই দাবি করেন।
সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন অব সেন্ট মার্টিন্সসহ ১৩ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপটিতে রাতযাপন নিষিদ্ধ হলে হুমকিতে পড়বে ৩ লক্ষাধিক মানুষের জীবিকা। এ ছাড়া নিঃস্ব হবেন সেখানে শত শত কোটি কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীরা। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার এর প্রধান উপদেষ্টা মুফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণত সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর, টুয়াক এর সাবেক সভাপতি মো. আনোয়ার কামাল, জেলা বিএনপির নেতা রাশেদ মোহাম্মদ আলী বক্তব্য দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
পরে কক্সবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার ও সেন্ট মার্টিন্স দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট।
সেখানে সেন্ট মার্টিন বিষয়ে বিগত সরকারের গৃহীত সব ধরনের পর্যটনবিরোধী সিদ্ধান্ত বাতিলসহ ১৮ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।