ঝালকাঠিতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

গৃহবধূকে যৌতুকের জন্য মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 04:18 PM
Updated : 3 March 2023, 04:18 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ; জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে শুক্তাগড় ইউনিয়নের উত্তর তারাবুনিয়ায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।

নিহত ১৮ বছর বয়সী এই গৃহবধূ শুক্তাগড় ইউনিয়নের উত্তর তারাবুনিয়ার মো. আসাদ হাওলাদার শান্তর স্ত্রী; তার বাবার বাড়ি পাশের কাঠিপাড়া গ্রামে।

মৃত গৃহবধূর মা সাংবাদিকদের বলেন, “পরিবারের অমতে সাত মাস আগে তারা বিয়ে করে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আমরা এখনও তাদের সম্পর্ক মেনে নেইনি।

“শুক্রবার দুপুরে মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে নাকী আত্মহত্যা করেছে। আমি বিশ্বাস করি না। যৌতুকের জন্য আমার মেয়েকে আসাদ ও তার পরিবার আগেও মারধর করছে বলে শুনেছি।”

স্বামী ও স্বামীর পরিবার তার মেয়েকে হত্যা করতে পারে বলে দাবি মায়ের।

ওই গৃহবধূর স্বামী বলেন, দুপুরে বাড়ির কাছে দোকানে ডিম আনতে যান তিনি। ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন তার স্ত্রী।

“পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি পুলক চন্দ্র রায় বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।