সোমবার রাতে নিহতের মা বাদী হয়ে এ হত্যা মামলা করেন বলে জানান ওসি।
Published : 20 Jun 2023, 04:31 PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় পূর্ব বিরোধের জেরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, “সোমবার রাতে নিহত ওই যুবকের মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। তদন্তের স্বার্থে এখন এজহারভুক্ত আসামিদের নাম-পরিচয় জানানো যাচ্ছে না।“
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহত তাফসীর আহমেদ মনা (২৬) ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের তুহিন হোসেনের ছেলে ও পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত শনিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তার ও মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে প্রতিপক্ষের লোকজন গুলি করে হত্যা করে।
পুলিশ জানায়, মনা রাত ১১টার দিকে এমপির মোড় এলাকায় পাবনা ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে বসে ছিলেন। এ সময় মুখ বেঁধে ৩-৪ জন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মনাকে উদ্ধার করে। পরে পাবনার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মনার বড় ভাই তানভীর রহমান তনু বলেন, “মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেট সংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু তোলার সঙ্গে জড়িত ছিল। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়।“
তিনি আরও বলেন, “কয়েকদিন আগে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে তারা। এ ঘটনায় যুবলীগ কর্মী মো. লিটন, লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা করা হয়েছে।“
আরও পড়ুন