একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বত্তরা মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়।
Published : 18 Jun 2023, 02:29 AM
মাটি কাটা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে স্নাতক পড়ুয়া এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত দশটার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের এমপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।
নিহত তাফসীর আহমেদ মনার (২৬) ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের তুহিন হোসেনের ছেলে ও পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শনিবার রাতে এমপি মোড়ে একটি দোকানে মনার বসে ছিলেন। এসময় হেলমেট পরিহিত হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে দ্রুত চলে যায়।
স্থানীয়রা মনারকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইশতিয়াক ইব্রাহিম ইমনের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন তার ভাইকে হত্যা করেছেন।
“কয়েকদিন আগে আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন তারা। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলাও হয়েছে।
“আমরা নিজেদের জমিন মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করে আসছি দীর্ঘদিন ধরে। ওরা আমাদের মাটি কাটতে বিভিন্ন সময়ে বাধা দিয়েছে। তাদের কথামত না চলার কারণেই তারা আমার ভাইকে হত্যা করেছে।“
ইমনের ভাষ্য, তার ভাই আগামীতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হওয়ার ঘোষণা দেওয়ায় প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়।
অভিযোগের বিষয়ে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিবুর রহমান শিমুলের বক্তব্য জানা যায়নি।
নিহতের মা বারবার কান্নাজড়িত কণ্ঠে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।