Published : 24 May 2024, 12:05 AM
গাজীপুরের কাপাসিয়া উপজেলার মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে বসত ঘর পুড়িয়ে দিয়েছে এক যুবক।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীনের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার এসআই মো. উজ্জ্বল হোসেন মল্লিক।
ঘটনার পর থেকে নাজিম উদ্দীনের ছেলে মো. কামরুজ্জামান (২৫) পলাতক রয়েছেন।
পরিবারের সদস্যদের বরাতে এসআই উজ্জ্বল জানান, বখাটে ও নেশাগ্রস্ত হয়ে পড়ায় কামরুজ্জামানকে একাধিকবার রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। সম্প্রতি কামরুজ্জামান বাবা-মার কাছে বিভিন্ন পরিমাণে টাকা দাবি করতেন। কিন্তু পরিবার ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে কলহ হত।
“বুধবারও কামরুজ্জামান টাকা না দিলে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার হুমকি দিয়েছিল। বৃহস্পতিবার তার বাবা-মা ও তার বোনসহ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে খালি বাড়িতেই অগ্নিসংযোগ করে কামরুজ্জামান পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।”
পরে খবর পেয়ে এলাকাবাসী, কাপাসিয়া থানা পুলিশ ও কাপাসিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাপাসিয়া উপজেলা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান জানান, তারা বেলা ১টা ৫ মিনিটে ওই অগ্নিসংযোগের খবর পান। পরে কাপাসিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা দুপুর ১টা ২০ মিনিটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
“পরে দুপুর পৌনে ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।”
তিনি আরও জানান, আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ অন্তত পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, এ ব্যাপারে মৌখিক অভিযোগ করলেও লিখিত কোনো অভিযোগ দেননি কামরুজ্জামানের বাবা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।
তবে কামরুজ্জামানকে ধরতে বা তার সন্ধান পেতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।