“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী এবং গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে যানজট নেই।”
Published : 28 Mar 2025, 09:45 AM
ঈদের ছুটিতে পরিবারে সদস্যদের সঙ্গে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ । এতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
সরকারি ছুটির শুরুর দিন শুক্রবার সকাল থেকেই এ মহাসড়কে যানবাহনের চাপ দেখা গেছে।
গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, বৃহস্পতিবার কারখানা ছুটি শুরুর পর বিকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি এবং মানুষের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যায় কিছুটা কমলেও রাত ৮টা থেকে দেড়টা পর্যন্ত এ মহাসড়কে গাড়ির চাপ আবারও বেড়ে যায়।
সরেজামিনে দেখা গেছে, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা ফ্লাইওয়ের ওপরে ও নিচে ময়মনসিংহগামী গাড়ির চাপ বাড়তে থাকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে। সকাল থেকে ছোট ছোট দলবেঁধে কারখানা শ্রমিকসহ অন্য যাত্রীরা গাড়ির জন্য বাসস্ট্যান্ডে জড়ো হচ্ছেন। গাড়ি আসার সঙ্গে সঙ্গে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
বেশি ভাড়া
ঈদযাত্রায় বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
চন্দনা চৌরাস্তায় ময়মনসিংহের হালুয়াঘাটগামী শ্যামলী পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী আবু বক্কর বলছিলেন, তিনি একজন পোশাক কর্মী। বৃহস্পতিবার কারখানা ছুটি হলেও গ্রামের বাড়িতে রওনা দিতে পারেননি। তাই শুক্রবার সকালে স্ত্রী-সন্তান নিয়ে রওনা হয়েছেন। এখন গাড়িতে ‘দ্বিগুণ’ ভাড়া নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আগে যেখানে হালুয়াঘাট যেতে ৩০০ টাকা ভাড়া লাগতো সেখানে শুক্রবার সকালে পরিবহন শ্রমিকরা টিকেটের দাম চাচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। তারপরও কষ্ট এড়াতে ৬০০ টাকা দর কষাকষি করে গন্তব্যের উদ্দেশ্যে বাসে উঠি।”
চান্দনা-চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশার চালকদেরও বেশি ভাড়া হাঁকতে দেখা গেছে। তারা কিশোরগঞ্জগামী প্রতি যাত্রীর কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা ভাড়া নিচ্ছে। আগে এ ভাড়া ছিল ৩০০ টাকা।
মহাসড়কে অটোরিকশা
পুলিশ কমিশনারের আগের দিনের দেওয়া নির্দেশনা মানছে না ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। শুক্রবার সকাল সাতটার দিকেও ভোগড়া-বাইপাস মোড় থেকে ঢাক-ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তা পর্যন্ত এবং চান্দনা চৌরাস্তা থেকে নাওজোরের দিকে দেদারসে এ বাহন চলতে দেখা গেছে।
অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে ভাড়াও নিচ্ছে বেশি। ভোগড়া বাইপাস মোড় থেকে চান্দনা-চৌরাস্তা পর্যন্ত আগে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও শুক্রবার তা হয়ে গেছে ২০ টাকা।
অটোরিকশা চালক রাজ্জাক মিয়া বলেন, “বাসের ভাড়া বেশি নেয়, আমরা নিলে দোষের কি?”
মহাসড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল বলেন, “আমাদের জনবল কম থাকায় অটোরিকশা চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আবার ভিড়ের মধ্যে রেকার ব্যবহার করাও যাচ্ছে না। তাই যতটুকু সম্ভব হচ্ছে চাকা ফুঁটা করে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।”
গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকালে যাত্রী এবং গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে যানজট নেই।”
বৈশাখী টিভির অ্যাডমিন রিমি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ঢাকার মহাখালীর আমতলী থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তার উদ্দেশ্যে বাসে রওনা হন তিনি। তিন ঘণ্টায় ঘটনাস্থলে পৌঁছান। মূলত টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে যানজটে পড়েন তিনি। এর আগে গাড়ির তেমন চাপ ছিল না।