ঘন কুয়াশায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে ফের ফেরি চলাচল শুরু হয়।
Published : 24 Jan 2024, 11:43 AM
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পথ হারিয়ে মাঝনদীতে আটকে পড়া তিনটি ফেরি ঘাটে ফিরেছে।
ফেরিগুলো নদীতে আটকে পড়লে মঙ্গলবার রাতে এ নৌরুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকালে ফের ফেরি চলাচল শুরু হয়।
তখন আটকে পড়া ফেরিগুলোও ঘাটে ফিরে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৪টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ঢাকা ও কুমিল্লা ফেরি পথ হারিয়ে মাঝ নদীতে আটকে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
“পরে কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। পরে নদীতে আটকে থাকা ফেরিগুলো পাড়ে ফিরে আসে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।