পুলিশের ওপর হামলা: জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

মঙ্গলবার রাজশাহী মহানগরীতে পুলিশের ওপর হামলা চালালে দুই সদস্য আহত হয়।

রাজশাহী প্রতিনিধি
Published : 14 Dec 2022, 09:50 AM
Updated : 14 Dec 2022, 09:50 AM

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

মঙ্গলবার রাতে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান। 

মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। 

বুধবার ওসি মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াত ইসলামীর শাহ মখদুম থানার নায়েবে আমির হাফিজুর রহমান রয়েছেন। গ্রেপ্তাকৃতদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামি। 

মঙ্গলবার দুপুরে নগরীর দড়িখরবোনা এলাকায় জামায়াতে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। 

জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে নগরের নিউ মার্কেটের পাশ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে পিছন থেকে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।