হিলি সীমান্তে ‘১২শ গ্রাম’ স্বর্ণসহ একজন আটকের খবর

আটক স্বর্ণের ওজন ১২০০ গ্রামের মতো হতে পারে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

বগুড়া প্রতিনিধি দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2022, 04:32 PM
Updated : 28 Sept 2022, 04:32 PM

দিনাজপুরের হিলি সীমান্ত হয়ে ভারতে ঢোকার সময় এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি ধরা পড়ার খবর পাওয়া গেছে। তবে এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

বুধবার ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে বলে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। 

হিলির কাস্টমস ইন্সপেক্টর আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি দশটি স্বর্ণের বারের কথা শুনেছেন। এগুলোর ওজন হতে পারে ১২০০ গ্রামের মতো। 

এ ব্যাপারে ইমিগ্রেশন পুলিশের ওসি বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি এমন একটি ঘটনা। প্রথমে শুনেছিলাম তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে; কিন্তু পরে জানতে পারি নয়টা স্বর্ণের বার।” 

তিনি বলেন, “তবে যেহেতু ঘটনাটি ভারতীয় কাস্টমসের, তাই তারা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে আমরা অফিসিয়ালি কিছু বলতে পারি না।”