১০৫ একর জমির ওপর প্রস্তাবিত এ কারখানায় রেলের কোচ মেরামতের পাশাপাশি বগিও তৈরি করা হবে বলে জানান জিল্লুল হাকিম।
Published : 23 Feb 2024, 05:57 PM
রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর রেল কারখানা নির্মাণ করা হবে; যা সৈয়দপুরের চেয়েও বড় হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
শুক্রবার সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রস্তাবিত এ কারখানায় রেলের কোচ মেরামত, মেইনটেনেন্স ও বগি তৈরি করা হবে বলে জানান রেলমন্ত্রী।
দেশের প্রতিটি জেলাকে রেলপথে যুক্ত করা হবে জানিয়ে জিল্লুল হাকিম বলেন, রেল হলো সবচেয়ে সস্তা পরিবহন। মালামাল পরিবহনে রেল সস্তায় সেবা দিয়ে থাকে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ দেওয়া হবে; এ জন্য রেলপথ সম্প্রসারণের পাশাপাশি প্রচুর কোচ ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এবং রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।