নরসিংদীতে বিএনপির জোড়া খুন: খোকনের বাসভবনে অগ্নিসংযোগ

সম্প্রতি বন্দুকধারী গুলিতে ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম নিহত হন; এ হত্যা মামলার আসামি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহসিচিব খায়রুল কবির খোকন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 03:29 PM
Updated : 31 May 2023, 03:29 PM

নরসিংদীতে ছাত্রদল নেতাসহ দুই খুনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করেছে একদল লোক।

বুধবার বিকালে সদর উপজেলার চিনিশপুরের এই ভবনে আগুন দেওয়া হয়। এই ভবনটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

পরে ফায়ার সার্ভিস এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। কিন্তু এর আগে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে।

গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় অজ্ঞাত বন্দুকধারী গুলি চালালে সংগঠনের বহিষ্কৃত সাবেক জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল ইসলাম (২০) নিহত হন।

এই ঘটনায় খায়রুল কবির খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন।

এই জোরা খুনের ঘটনায় ক্ষুব্ধরা বুধবার বিকালে এ অগ্নিসংযোগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিবরণে স্থানীয়রা জানান, বিকালে ১০/২০ জনের একদল যুবক চিনিশপুরে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনের গেইটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা নীচতলার ৩টি কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে পুড়ে গেছে কার্যালয়টির দরজা, জানালাসহ ভেতরে থাকা সোফা, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র।

নরসিংদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী সাংবাদিকদের বলেন, ৫টা ৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে আগুন নেভানো হয়েছে। ভবনটির আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

নরসিংদী জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইন উদ্দিন ভুঁইয়া বলেন, গত বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের আন্দোলন কর্মসূচিতে হামলা চালায় ও গুলি করে।

ছাত্রদলের দুই নেতা হত্যার বিচার দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের কর্মী সমর্থকরা জেলা বিএনপির কার্যালয় তথা খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন দিয়েছে বলে তার ভাষ্য।

চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা খায়রুল কবীর খোকনকে দায়ী করে আন্দোলন নানা কর্মসূচি চালিয়ে আসছিলেন।

এই জেরে একাধিকবার জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম নিহত হন।

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। আগুনের ঘটনাটি পরিকল্পিত, নাকি দলীয় কোন্দলের জেরে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

বিএনপির খোকনকে গ্রেপ্তারের দাবিতে নরসিংদী ছাত্রদলের বিক্ষোভ  

নরসিংদীর ছাত্রদল নেতা হত্যায় আসামি খোকন-শিরিন  

নরসিংদীতে ছাত্রদল নেতা খুন: অভিযোগের আঙুল খোকনের দিকে  

নরসিংদীতে ছাত্রদলের সংঘর্ষে আহত আশরাফুলও মারা গেছেন   

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে ছাত্রদল নেতা নিহত